Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়ের কার্যক্রম
বিস্তারিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ADB’র আর্থিক সহায়তায় ‘Rural Poor Cooperative Project (RPCP)’’ শিরোনামে একটি প্রকল্প বৃহত্তর রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও যশোহরের ১৩টি জেলার ৮২টি উপজেলায় জানুয়ারি, ১৯৯৩ - ডিসেম্বর, ১৯৯৮ মেয়াদে বাস্তবায়ন করে ।

পরবর্তীতে আরপিসিপিভূর্ক্ত ৮২টি উপজেলা এবং বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের ৫২টি এবং বৃহত্তর ঢাকার ১৮টি উপজেলাসহ সর্বমোট (৮২+৫২+১৮)=১৫২টি উপজেলা কে অর্ন্তভূক্ত করে পল্লী জীবিকায়ন প্রকল্প (১ম পর্যায়) জুলাই’ ১৯৯৮ - জুন, ২০০৭ মেয়াদে ৩৪৫.০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে সফলভাবে বাস্তবায়িত হয়। জুলাই’২০০৭ থেকে জুন’২০১২ পর্যন্ত প্রকল্পটি সরকারি সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে কর্মসূচি হিসাবে বাস্তবায়তি হয়।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এর ধারাবাহিকতায় ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের ৩৮টি উপজেলাসহ মোট (১৫২+৩৮)=১৯০টি উপজেলা অন্তর্ভূক্ত করে পল্লী জীবিকায়ন প্রকল্প (২য় পর্যায়) গ্রহণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলা ও পুরুষদেরকে সংগঠিত করে নিবন্ধিত সমবায় সমিতির আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সরকারের ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৩১.৫০% থেকে ১৫% এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/12/2017
আর্কাইভ তারিখ
11/12/2019